জানি বন্ধু এ  জীবনে কখনো হবেনা আর দেখা--
মোর কপালে বিধি'র বিধানে তাই আছে লেখা!
সহসা যদি চলে যাই তোমার পৃথিবীতে ছেড়ে---
স্বপ্না,সেই লহমায় দীর্ঘ শ্বাস ছেড়ে এসো কিন্তু ফিরে!
আমার স্মৃতি স্তম্ভেের পরে  দিও অনুতাপের ফুল --
স্নেহের প্রদীপ জ্বালাতে করোনা বন্ধু  সেইদিন ভুল!
জীবনে যা হয়নি পাওয়া তাই দিও উজাড় করে----
ওইপার থেকে দেখবো চেয়ে শুয়ে আন্ধার কবরে!
তৃপ্তির হাসিতে আলোকিত হবে আমার সমাধির পথ---
ভেঙে যাবে ভুল তোমার,উদিত হবে মহাসত্যের রথ!
আমি বিহীন শুষ্ক মরু দিগন্তে  তোমার হৃদয় মাঝে-
আমার রচিত  কবিতা,ধ্বনিত হবে সকাল-সাজে!
অজান্তে যখন তুমি বুকে জড়াবে কবরের মাটি---
সেইদিন ভোর হবে বিরহে'র দীর্ঘ কাল- রাতি!