তুমিও আমার মতো,
গভীর রাতের আঁধারে,
আমার কথা ভেবে,
পৃথিবীর মোহ ভুলে,
হারিয়ে গেছো নাকি?
স্বপ্ন লোকের দেশে!
চেয়ে দেখো আকাশে,
ভেসেছে চাঁদ বাতাসে-
তখন তুমি একা,
আঁধার পৃথিবীতে বসে,
কান্না হাসির দোটানায়,
হারাবে তখন  মহাশূন্যে-
দেখো চোখ মেলে,
আমি যে আছি -
তোমার হৃদয় মন্দিরে,
দৃশ্য থেকে অদৃশ্যে-
বাহির থেকে ভিতর,
পুড়ে গেছে কবে,
শুধু আমার প্রেমে,
শুধু আমার আগুনে,
জ্বলে পুড়ে সব-
অঙ্গার হয়েছে জানি,
তবু্ও পাষাণ পৃথিবী,
কাঁদেনি বুঝেনি একটিবার!