আমিও একদিন হারিয়ে যাবো,
সুদূর ওই আকাশের কোলে,
মিশে যাবো মেঘের গভীরে।
হয়তো বোধের দুয়ার খুলে,
দাঁড়িয়ে থাকবে দক্ষিণের জানালায়।
অপলক চাহুনিতে দেখবে পৃথিবী,
সবুজ প্রান্তের কিনারে এসে,
যখন দৃষ্টি যাবে থেমে -
দু-চোখ আবার বন্ধ করে,
ফিরে যাবে অনুভূতির মন্দিরে।
সেই অন্ধকার অতল গহ্বরে,
আলোছায়ার ত্রি মোহনায়,
শুনবে  নিষ্প্রাণ মূর্তির কথা।
শুনবে শত জনমের ইতিহাস,
কেমন করে ঝরে গেছে,
সেই স্বর্গ রাজ্যের ফুল।
কোথায় হারিয়ে ছিলো পথ,
কোন জলে গিয়েছিলো ভেসে,
ডুবে মরেছিলো সৃষ্টির বুকে।
আবার জেগে উঠে দেখে,
নতুন জীবনের সোনালি ঊষা।
সবুজ প্রান্তের হিম বাতাসে,
পরান দুলেছে ভাবনার তালে,
এমনই করে দিন দিন -
অচিন হলো হৃদয় মন্দির।