তোমাকে দেখলেই এই মনের আকাশে,
জমে উঠেে স্মৃতির আদি মেঘ-
মনে পড়ে প্রথম ভোরের নিস্তব্ধতা!
যেন আঁধার ধরনীতে আলোর দিশা।
কেটে যায় কষ্টের কালো মেঘ-
জীবনের আকাশে দেখি সোনালী ঊষা।
সহসা নিজেকে হারাই   কল্পনার অসীমে,
ফিরে যাই সেই সৃষ্টির আদিতে।
শত জন্মের ক্লান্তির অবসাদ নিয়ে,
ডুবন্ত এক অদৃশ্য নগরের বুকে,
যেদিন ঘুমিয়ে ছিলাম বাতাসের কোলে।
সেদিন তোমাকে আমি দেখেছি কতবার!
দূরের ওই কল্পিত নক্ষত্রের বেশে,
মিশেছিলে আমার অস্তিত্বের গুহ্য নীড়ে,
কতদিন কতকাল কত বসন্ত ধরে।
তারপর শুনি সৃষ্টির অমোঘ বাণী -
জেগে উঠো প্রাণ এসেছে সকাল,
যেতে হবে ওই মাটির পৃথিবীতে।