আজও গভীর রাতে,
তোমার কথা ভেবে,
সহসা জাগে মনে!
দক্ষিণের বাতায়নে দেখি,
উঠেছে কি আজ-
বেদনার বাঁকা শশী!
বাতাসের মৃদু গন্ধে,
ঘুম গেছে টুটে-
দূর হতে বহুদূরে।
আর ফিরবেনা জানি-
এই নীড়ের আঙিনায়,
তবুও অবুঝ প্রাণ -
নিশাচর বিহঙ্গের মতো,
রাতের প্রহর গুনে,
বসে থাকে আসনে!  
যদি পথ ভুলে,
ফিরে আসে ঘরে,
আবার পুজো হবে,
এই হৃদয় মন্দিরে।