যদি একবার ভালোবেসে,
খুলে দিতে মনের দুয়ার -
তখন সেই পৃথিবীর বুকে,
কেবল আমাকেই খুঁজে পাবে,
শহরের ব্যস্ত মানুষের ভীড়ে,
পাহাড়ের  ঘন সবুজের ঢালে,
সমুদ্রের বিশাল ঢেউয়ের ছন্দে,
ভাদ্রের ভরা পূর্ণিমার রাতে,
বর্ষার স্নিগ্ধ সকালের রোদে,
হেমন্তের হিম কুয়াশার আড়ালে,
যেদিকেই তাকাবে সেদিকেই আমি-
আমার অস্তিত্বের বিস্তীর্ণ মাঠে,
অগণিত গাঙচিলের ঝাঁকের ভিতর,
লুকিয়ে আছি পাখির বেশে!
কবেকার অন্ধকার ভেদ করে,
জন্ম নিয়েছিলাম তোমার পৃথিবীতে -
তোমার সঙ্গ পাবো বলে!
বহু জীবনে পথ হেঁটে -
আমার ক্লান্তির  অবসাদ ভুলে,
থমকে দাঁড়িয়েছি তোমার মন্দিরে।