মানুষের গর্ভে জন্মেছি তাই -
মানুষ আমাকে মানুষ বলে,
তেমনি তোমাকেও মানুষ হিসেবে,
স্বীকৃতি দেয় সমাজেরই মানুষ!
অথচ তোমরা বিশ্বাস করো -
আজও আমার  মনে হয়,
সত্যি কি পেরেছি মানুষ হতে?
তোমরা মানুষ বলতে যা বোঝ,
অর্জিত শিক্ষার ভারি ডিগ্রী!
যদি থাকে থাকে টাকা,
যদি থাকে থাকে গাড়ি,
যদি থাকে দালান বাড়ি,
যদি থাকে সামাজিক খ্যাতি,
সে চোর হোক গুন্ডা হোক-
দূর্নীতিবাজ হোক সুদখোর হোক-
মাতাল হোক বদমাশ হোক-
তোমরা তাদেরই মানুষ বলো।
কিন্তু আমি মানুষ ব'লে,
জানি তার ঠিক উল্টো -
আমি আত্মায় লালন করি,
আগুনের ধর্ম যেমন পোড়ানো,
জলের ধর্ম যেমন ভিজানো,  
সূর্যের ধর্ম যেমন আলো-
তেমনি মানুষের ধর্ম মানবতা।
যিনি মানবতাকে ধারণ করে,
তিনিই আমার দৃষ্টিতে মানুষ!
তিনিই আমার দৃষ্টিতে ধার্মিক!