স্বপ্না কত কথা মনে পড়ে, আজ এই পাগলের মনে-
কোন এক দিন দুর অজানায়,হারাবো তোমার সনে!
আষাঢ়ের ভরা গাঙে,ভাসিয়ে ছোট্ট কাঠের তরী--
তোমার ওই নরম হাতটিধরে, কাটাবো কোটি বিভাবরী!
হেমন্তের সকালে শিশির ভেজা  সবুজ দু্র্বা ঘাসে--
ঘোর কুহেলী ভেঙে সোনালী সবিতা মুচকি  হেসে!
তোমার নামে সাত রঙ ছড়িয়ে,উদাস দুপুর--
কখন বাজবে তোমার ওই পায়ের নুপুর!
নৃত্যের ঝংকার তুলে,পুলকিত মনে একবার দাঁড়াও--
আমার হৃদয় প্রাঙ্গণে, ভরা গাঙে পাল তুলে নাও!
নব সৃষ্টির উদ্যমে, নিজেকে সঁপে দেখ এই তপ্ত হৃদয়-
কতকাল ধরে শুধু স্বপ্না'র প্রেমের গান কয়!
ফিরে এসো বন্ধু, ফিরে এসো এই হৃদয় নীড়ে--
তুমি ছাড়া এই ভূবণ আঁধারে থাকে সদা ঘিরে!