যেদিন তুমি শঙ্কিত কারাগার ভেঙে,
আত্মবিশ্বাসের ডানায় ভর করে,
উড়ে যাবে মুক্ত বিহঙ্গের মতো -
সূদুর সুনীল আকাশের নগ্ন বুকে।
ভেসে যাবে হিম বাতাসের রথে,
নিশ্বাস নিবে শ্বাশত পরম শান্তির-
যেদিন তুমি একাকী হেঁটে যাবে,
মঙ্গল বুধ শনি বৃহস্পতির বুকে,
সেদিন আমার গাঁয়ের মেঠো পথ ধরে -
নবাগত মুসাফিরের মতো হেঁটে যাবো দূরে,
শিমুল পলাশ কৃষ্ণচূড়া'র মনমাতানো দেশে!
মিশে যাবো অগণিত হাসনাহেনার বেশে-
সৌরভ ছড়িয়ে অদৃশ্য হবো বাতাসে।
মনে করো হয়তো আবার আমি -
আসবো ফিরে মানুষের এই রূপে,
পথহারা ভ্রমরের অতৃপ্ত হাসি দেখে,
চঞ্চল মনে হয়তো উঠবো জেগে-
কোন এক চৈত্রের শেষ প্রহরে!
সেই কল্পিত দেবীর মুখ দেখে -
মহানন্দে নেচে উঠবো ভাবনার তালে।