এ বুকের গহীনে এতকাল যাকে,
পুষেছি ভাবনায় কল্পনায় স্বপ্নে,
জীবন বেলার শেষ গোধূলিতে,
বাস্তবতার মেঘের আড়ালে দেখি,
নগ্ন সূর্যের বিকৃত হাসি!
যেন আমাকে মনে করে দেয়,
এতদিনের নিপীড়িত পথের ক্লান্তি,
ভুল আর ভ্রান্তির দহনে,
জ্বলে অঙ্গার হয়ে গেছে,
এই কামনার অদেখা শহর!
মুঁছে গেছে ক্ষয়িষ্ণু প্রবালের,
তিমির অস্তিত্বের জলতরঙ্গ!
তোমার নগরের  অদৃশ্য কাঁটাতারে,
ঝুলে আছে অতৃপ্ত বাউলের,
রক্তাক্ত সেই প্যান্ট শার্ট!
প্রতারণা'র বুলেটের আওয়াজে,
কম্পিত এই শহরের ভিত!
ফিকে হয়ে গেছে আবেগের,
জলসাঘরে সাজানো ফুলশয্যা!
মরে গেছে আশার বৃক্ষ,
ঝরে গেছে অনুভূতির ফুল,
তোমার অবহেলার পাত্রে,
যে ভালোবাসা রেখেছিলাম একদিন,
অনাদরে সেই ফোটা গোলাপ,
দু পায়ে মাড়িয়ে চলে গেছো,
কোন এক অচিন রাজার দেশে!