রাতের আকাশে তুমি নক্ষত্র, তুমি ধ্রুবতারা।
হটাৎ হয়েছিল দেখা অভিশপ্ত শিবির এ-
যুদ্ধের দামামা উঠেছিল বেজে।
সাজো সাজো রবে এসেছিলে তুমি-
হুংকার এর রক্তিম আবেশে।
ভিষণে ভীষণ বজ্র করাঘাত
মাতৃ ভূমি হলো রণ ভূমি।
সিক্ত করলে লাল রক্তে,শত্রু এর মুণ্ড ছেদ করে।
রচিলে নতুন ইতিহাস, রঙালে নিজে কে অংগাৱে।।
এলো স্বাধীনতা,উঠলো নুতন সূর্য,
শুধু তুমি হলে রাতের আকাশে র নক্ষত্র।
সেই তুমি আজও আছো মনের গোপনে;
রাতের আকাশে ধ্রুব তারা হোয়ে।।


রুদ্র মিত্র