অবিরত পুড়ে সূর্য্যের বুক
পৃথিবী হাসছে হাজারো রকম আলোয়
সেই আলো তুমি আমার নও
আমার রয়েছে ঘুটঘুটে অন্ধকার,
রাতের জোঁনাকি আর রয়েছে
আঁধার নিশিথ কালো।


প্রজাপতি উড়ছো তুমি
মাখিয়ে গায়ে হাজারো রকম রং
সে রং যেন এক বিন্দুও আমার নয়
আমার আছে কালো ভ্রমর,
বেরসিক সব পথের ধুলো
মাখায়ে আমায় সাজায়েছে সঙ।


চাঁদ হাসছো শুভ্র আলোয়
ভাসিয়ে চরাচর
তোর আলোতে ফুসে ওঠে
একলা মন আমার
লাভ কিরে বল ভালোবেসে?
সেই যদি নাইবা আসে
একলা আমার এ পথচলা…
..…..…..…।শুধুই অন্ধকার।