চারটি দশক পেরিয়ে গেছে মহান স্বাধীনতার
কোটি জনতা কতটুকু বলো সুফল পেয়েছে তার?
কোটি মনে কোটি প্রশ্নের হয় উদ্রেক
মেলেনা সদুত্তর শুধু বাড়ে উদ্বেগ।


যে স্বপ্নে বিভোর হয়ে তাঁরা এনেছিলো স্বাধীনতা
এ চার দশকে এতটুকুও কি ফিঁকে হয়নি তা?
যে শোষনের শৃংখল ভাঙতে নিয়েছিলো শপথ
এ সময়ে এসে কতটুকু বলো তার হয়েছে রদ।


সারা দেশময় ছিন্নভিন্ন আজ মানবতার জয়গান
ক্ষুধিত মানুষের ক্রন্দনে স্বাধীনতা হয়েছে ম্লান
জ্যামিতিক হারে যাচ্ছে বেড়ে ধনীক শ্রেনীর হিসাব
নিম্ন আর মধ্যবিত্ত শুধু করছে হাহুতাশ।


বস্তির শিশু অস্পৃস্য যেন লেখাপড়া থেকে দুরে
খাদ্যাভাব আর পুষ্টিহীনতায় মরতেছে কুরে কুরে
ভয়াল নেশা ডান্ডিতে বুদ হাজার পথের টোকাই
দেখেও যেন দেখছিনা অন্ধ হয়েছি সবাই।


স্বজাতি ভায়ের খুনে মোরা রাঙাচ্ছি  নিজের হাত
দেখা শোনার দায়িত্ব যাদের করছেনা কর্ণপাত
চোঁখ কান বুজে যাচ্ছি সয়ে যত্তসব অনিয়ম
অনিয়মটাই দিনে দিনে যেন হয়ে গেছে নিয়ম।


অনুভুতির যত দরজা মোদের হয়ে গেছে বন্ধ
ব্যাস্ত সবাই দায়িত্ব থেকে করতে খালি স্কন্ধ
আত্মকেন্দ্রিকতার বৃত্তে বন্দি হচ্ছি দিনে দিনে
এ জাতি কি কখনও পুড়বে আবার
বিবেকের দংশনে??