আজও পহেলা বৈশাখে
হয়ত মেতে ওঠে কলেজ ক্যাম্পাস
শত রমনীর হাস্যোচ্ছ্বাসে
হয় মুখরিত
কথার তুবরি ছোটে
দুষ্ট ছেলের আড্ডায়
হয়ত সেখানেও মিশে যায়
দুয়েকজন ঠিক সেদিনের মত।


ভাবতেও ভালো লাগে
সেদিনের কথা ভেবে
আবারও বিমর্ষ হয়ে যাই
আসবেনা ফিরে আর সোনালী সেদিন
জমবেনা আড্ডা সেদিনের মত।
এখনো আনাড়ি হাতে শাড়ি পেঁচিয়ে
সাজে কেউ বৈশাখী সাজ
শাড়িতে অনভ্যস্ত কারো পথচলায়
তাকিয়ে থাকে কেউ
হয়ত ঠিক আমারই মত
কারো ঠুনকো আবদার মেটাতে
খোয়ায় পকেটের শেষ সম্বল
খুইয়েও হয়ত খুশিতে
মন করে টগবগ
উড়িয়ে ফানুস হৃদয়ে
বহায় প্রমোদের মহাস্রোত।


তার কথাতে সম্মোহিত সেদিন
ছুটেছিলাম তার সাথে
সেকথা ভেবে উদাস হয়ে যাই
এখনো মাঝ রাতে
জনহীন এক মেঠো সরু পথ
দুপাশে ক্ষেতে ধান
তার সাথে হাটা কয়েকটা মিনিট হৃদয়ে অম্লান।


ভাঙা বাশের সাঁকোয় যখন
কাঁপছিলো তার দেহ
মনে হয়েছিলো আমি ছাড়া
নেই তার আর কেহ
ছুটে গিয়ে তারই পানে
বাড়িয়ে দিলাম হাত
সুখের প্রলয় বয়ে গেল
যখন ধরেছিলো আমার হাত।


পরমুহুর্তে তার মুখে
শুনে অট্টহাসি
আমি ভেবেছি বলেছিলো
'তোমায় অনেক ভালোবাসি'
এই সুখেরই স্মৃতি খানি
আমার প্রিয়ক্ষন
পরবে মনে যতদিন
না হয় মহাপ্রয়ান।


14 April 2014