আমি যাকে খুঁজি
যেখানে-সেখানে খুঁজি।
কফিশপে
ট্রেনে
করিডোরে
বৃষ্টিতে
সমুদ্রে
চৌরাস্তায়।  
যাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছি
ফেলে এসেছি একান্ত জলের চিহ্ন
সে খুঁজেনি আমায় কোনোদিন কোনোখানে।
মাটির গভীরে নেই জল, মুঠো মুঠো সুখও নেই
শরীরে শীতের শীতল অবসাদ
তবুও যেতে হবে খুঁজে
হয়তো নিজেরই প্রয়োজনে।
আমার যতটুকু ছিলো পুঁজি
এখনও যাকে খুঁজি
খুঁজে খুঁজে
বসন্তে বসন্তে হয়েছি দেউলিয়া।
যাকে দিবো সঁপে হাতের নিবিড় ভীড়
রাত্রি যেহেতু শুধু আমার বুকে
দিনের সবটুকু আলো নিয়ে না-হয় সে সুখেই থাক
না-হয় সে আমায় কখনও খুঁজে না পাক।