আমার কি আর কেউ আছে যে কষ্ট পেলে কষ্ট পাবে
হারাতে চাইলে কেউ সবকিছু ফেলে চলে আসবে!
আমার কি আর তেমন কেউ আছে কাঁদলে কাঁদবে
বুকভরা দীর্ঘশ্বাস নিয়ে ঘুরলে একটু খোঁজ নেবে
অসুখে বিছানায় শুয়ে থাকলে মাথায় হাত বুলিয়ে দেবে
চোখে চোখ রেখে বলবে এত দুশ্চিন্তা করো কেন তুমি?
এ শহরে আমার কি কেউ আছে যে বলবে আসছি
হাতে হাত রেখে ঘুরে বেড়াবে গল্প করবে সারাদিন
মায়াবী কণ্ঠে বলবে এভাবে রোদে হাঁটবা না আর!
আমার কি আর তেমন কেউ আছে যার ওষ্ঠ ছুঁবো
যার জন্যে বেতনের টাকা দিয়ে নীল শাড়ি কিনবো
যাকে জোর করে বলবো চলো না আজ ঘুরে আসি
যার উপর অভিমান করে বলবো থাক আসতে হবে না!
আমার কি আর তেমন কেউ আছে যে হাসলে হাসবে
হঠাৎ কোনোদিন নিখোঁজ হলে সারারাত কাঁদবে
কোন এক শ্রাবণে আমার কথা মনে হলে মিস করবে
আমার জন্মদিনে একটা মোমবাতি জ্বালিয়ে কাঁদবে!
আমার কি আর কেউ আছে যে ক্লান্তিগুলো শুষে নেবে
যে বায়না করে বলবে একটা গান শোনাও না তুমি
যে বলবে আসার সময় অনেক চকোলেট কিনে আনবে!
আমার কি আর তেমন কেউ আছে না খেলে না খাবে
বলবে কাল সারাদিন তুমি কোথায় ছিলে?
বলবে তোমাকে এত বিমর্ষ লাগছে কেন?
বলবে আমাকে এভাবে ছেড়ে যাবে না তো?