আমার আর এখন কিছুই ভালো লাগে না, কিছুই না
দাঁড়াতে গিয়ে দাঁড়াতে পারি না
আমার কিছুই ভালো লাগে না, কিছুই না।
ভালোবাসার সম্ভাবনা থাকলে বাঁচা যায়
সুখের সম্ভবনা থাকলে বাঁচা যায়
শান্তির সম্ভাবনা থাকলে বাঁচা যায়
আমার যে কিছুই নেই, কিছুই রইলো না, কিছুই না।
যে জীবন বেদনার তা আর কতদিন
যে জীবন অবহেলার তা আর কতদিন
যে জীবন ব্যর্থতার তা আর কতদিন
হৃদয়ের ভেতরে বসন্তের বিনাশ
স্নায়ুর ভেতরে নীলের সংসার
খুঁজতে গিয়ে ফিরে এসেছি নিভৃত দুপুরে
কতবার প্রত্যাখ্যাত হয়েছি মানুষের কাছে
অবহেলায় অবহলোয় কেটেছে রাত।
তবুও সূর্য ওঠে
তবুও মানুষ ফিরে পায় বিশ্বাস
আমি যে কিছুই পেলাম না, কিছুই না
আমার আর তেমন কিছুই ভালো লাগে না, কিছুই না।
শুধু মনে হয়
বৃথা বেঁচে থেকে থেকে
আর কত নিজের কাছে
এই অসহায় পরাজয়;
কোনো এক নীরব রাতে
প্রেম আসবে না সুনিশ্চিত জেনে
মিশে যেতে ইচ্ছে করে দূরের জলে।