কোথাও কেউ নেই
কোথাও কেউ আছে
কোথাও কেউ স্বপ্নে
বাঁচায় ও বাঁচে।


কোথাও আলো নেই
কোথাও আলো আছে
কোথাও কেউ পুড়ে ছাই
কেউবা উৎসবে মাতে।


কোথাও সুখ নেই
কোথাও সুখ আছে
নিবুনিবু সুখের আশায়
কেউ কেউ তবুও বাঁচে।


কোথাও শান্তি নেই
কোথাও শান্তি আছে
ছায়া কিন্তু শরীর নয়
তবুও তো মানুষ বাঁচে।


কোথাও স্থিরতা নেই
কোথাও স্থিরতা আছে
ফুল ঝরে গেলেও
ফের ফিরে আসে।


কোথাও বিশ্বাস নেই
কোথাও বিশ্বাস আছে
মাটির গভীরে গেলে
জীবনের দেখা মেলে।


মনে করো কিছুই নেই
তবুও জেনে রেখো
কিছু আছে বলেই কিছু নেই
এ বিশ্বাসটুকু এঁকো।