বারবার মনে পড়ে
নিঃসীম নীল পেরোলে কতিপয় ফুল ফল
এবং নিদ্রার কথা।
মনে পড়ে যতবার পেরিয়ে এসেছি ছায়া
সবুজ চোখের জল উদাস হাওয়ার ঘর
পৃথুল রাত্রির নেশা
এবং তোমার কথা।


বোধের ভেতরে ঢুকে বসে থাকি আনমনে
হলুদ ঘ্রাণের শেষে ফিরে আসি ঠিকানায়
ফিরে যেতে যেতে ভাবি
কোনো এক বিকেলের শেষে যদি পাই দেখা
শব্দের চুম্বন থেকে ঝরে পড়ে ভালোবাসা
অতীতের কাছে ফিরে যাবো
এক অতিথির বেশে।


বর্ণমালা উড়ে যাবে দূরে বহুদূরে লাল বাগানের জোছনায়
শরীরে সময় চিহ্ন
মুছে ফেলে জ্যামিতিক ভুলের সব নকশা
নামহীন স্থানের শেষে
বস্তুর গহীনে ডুবে পালকের রঙ বুকে নিয়ে
যদি কেউ ডাকে
বাঘ তুমি মনে রেখো
শিকার ছিলোই কাছে।