কষ্টের ভেতরে শুয়ে থাকি খুব একা
কষ্ট বুকে নিয়ে হেঁটে চলি খুব একা।
বুকের ভেতরে জমে আছে গল্পের মিউকাস
হাতের আঙুলে স্পর্শের প্রতীক্ষারা আছে দাঁড়িয়ে
স্টেডিয়ামের ক্লান্ত আলো তুলে পাঁজরে কম্পন।
এত কাছে একই আলোর নিচে এই শহরে
প্রতিদিন আমার বুকে গল্প বেড়েই চলে
প্রতিদিন তোমাকে না পাওয়ার বেদনা বেড়েই চলে।
রোজ দুর্ভাগ্যের প্রজাপতি বসে অন্য ডালে
রোজ তোমাকে না পাবার গোলাপ ফুটতে থাকে-
সময়ের সুঁই দিয়ে বানানো অজস্র স্বপ্নের কথা
আমার ভেতরে প্রতিদিন ভাঙতে থাকে ধীরে ধীরে।