ইদানীং ঘুমের সাথে জেগে থাকি আমি সারারাত
ঘুমের সাথে আলাপ করে রাত্রি কাটে রাত্রি কাটাই
চুমো খেয়ে বলি প্রিয়তমা, আরেকটু সময় দাও না।
শহরও ক্লান্ত হয়ে আসে, নদীর বুকে ক্লান্তির ঘ্রাণ-
একে একে নিভে যায় ব্যস্ত নগরের বাল্বগুলো।
আমি জেগে থাকি রাত্রি যত গভীর হয় তত
আমি জেগে আছি কষ্ট যত হয় কষ্টে কষ্টে নীল
কখনও আমি জানালার গ্রিল ছুঁয়ে দাঁড়িয়ে ঘুমাই
তখনও পড়ি তোমায় কণ্ঠ ছেড়ে, পাখিরা সুর তুলে-
বাসের শব্দ শুনে শুনে ঘুমের সাথে করি খুনসুটি।
বিছানায় চলে অবাধ প্রেম, ক্লান্ত হয় ঘুমের ওষ্ঠ
চিৎ হয়ে শুয়ে থাকি নোনা সময়ের স্মৃতি নিয়ে,
বুকের ভেতরে রক্তের ভেতরে বাড়ে নীল হরমোন।
জানালার পর্দা ছুঁয়ে পলেস্তারা থেকে আনি ঘ্রাণ
কুঁকড়ে শুয়ে থেকে বলি এক কাপ কফি হবে, ঘুম
আমার আজও রাত্রি জাগার নেশা চেপেছে প্রবল-
তোমার মতো প্রেমিকা আছে যার চোখ আছে যার
যার আছে কণ্ঠ ভরা গান, আনতে পারে স্মৃতি প্রতিরাত
তার সাথে গল্প আমার ভীষণ জমে ভীষণ আসে।