প্রতীক্ষার চেয়ে বড় যন্ত্রণা পৃথিবীতে আর কিছুই নেই।
তোমার জন্যে প্রতীক্ষা করে দেখা না-পাওয়ার কষ্ট
সারাদিন প্রতীক্ষা করে ফোনের উত্তর না-পাওয়ার কষ্ট
মাসের পর মাস প্রতীক্ষা করেও খোঁজ না-নেওয়ার কষ্টের মতো কষ্ট এ পৃথিবীতে হয়তো আর কিছুই নেই।
প্রতীক্ষার চেয়ে বড় যন্ত্রণা পৃথিবীতে আর কিছুই নেই।
মাঝরাতে তোমার মেসেজের রিপ্লাই না-পাওয়ার প্রতীক্ষা
তোমার হাতে হাত রেখে বৈশাখে রিকশায় ঘুরার প্রতীক্ষা
জামদানি শাড়ি পরে জুনের বৃষ্টিতে হাঁটার প্রতীক্ষা
তোমার মুখের দিকে তাকিয়ে কবিতা লেখার প্রতীক্ষার
মতো কষ্ট সম্ভবত এ পৃথিবীতে আর কিছুই নেই।
প্রতীক্ষার চেয়ে বড় যন্ত্রণা পৃথিবীতে আর কিছুই নেই।
অভিমান করে আমাকে আর তুমি না-বলার প্রতীক্ষা
দুচোখে কান্না নিয়ে প্রিয় শহরে তোমাকে ফের দেখার প্রতীক্ষা
কাটা টিকিটে তোমার সাথে ভ্রমণে যাওয়ার প্রতীক্ষা
ভোরে ঘুম থেকে ওঠে তোমার সুরেলা কণ্ঠ শোনার প্রতীক্ষা
তোমার এলোচুলে আমার দশটি আঙুল ছোঁয়ার প্রতীক্ষা
তোমার কাঁধে মাথা রেখে সিনেমা দেখার প্রতীক্ষা
তোমার হাতে রান্নাকৃত মাংসের ঘ্রাণের প্রতীক্ষার
মতো কষ্ট সম্ভবত এ পৃথিবীতে আর কিছুই নেই।
তোমার সাথে ঘন্টার পর ঘণ্টা গল্প করার প্রতীক্ষা
তোমার আঙুলে আঙুল রেখে নির্জন পথে হাঁটার প্রতীক্ষা
তোমার কপালে একটি লাল টিপ পরিয়ে দেওয়ার প্রতীক্ষা
সামার ভ্যাকেশানে তোমার সাথে মোটরসাইকেলে ঘোরার প্রতীক্ষা
তোমার বাসার সামনে তোমাকে বারান্দায় দেখার প্রতীক্ষার
মতো কষ্ট সম্ভবত এ পৃথিবীতে আর কিছুই নেই
সম্ভবত এমন তুমুল কষ্ট মানবজীবনে আর নেই
প্রধানত এমন অতলান্ত কষ্ট আমার জীবনে আর নেই।