শাদা পৃষ্ঠায়
লিখতে লিখতে
ভুলে গিয়েছি সরলরেখা!
জানি না মৌলিক সুর
এইসব দূষণের গভীরতা
তেমন কোনো ফ্লুইড নেই
যা দিয়ে মুছে ফেলতে পারি
কিংবা তেমন কোনো পথ নেই
হাঁটতে হাঁটতে পৌঁছে যেতে পারি
কিংবা তেমন কোনো নকশা নেই
যা দেখে খুঁজে পেতে পারি অকৃত্রিম
কিংবা তেমন কোনো নির্মল নদী নেই
যার জলে সাঁতার কাটতে কাটতে একদিন
কিংবা তেমন কোনো পরিচিত যন্ত্র কাছে নেই
যা দিয়ে মৌলিক কাঠামো ঠিক রেখে ভাঙতে পারি
কিংবা তেমন কোনো ভাষা জানা নেই
যার জাল থেকে পালিয়ে চলে
কিংবা তেমন ধৃষ্টতা নেই
যা দিয়ে ছিনিয়ে নেবো।
একটি শাদা পাতা
সহজ জীবন
একটি প্লেট
পাবো না আর জেনেও
পাবার কামনায়
ব্যাকুলতায়
তৃষ্ণায়
আরও জটিল হয়ে যাই
আরও জটিল হয়ে উঠি।