শুনেছি সবাই সুখে আছে
কেউ কেউ বলে তারা সুখে নেই
কিছু কিছু মুখের ওপর তবুও বিশ্বাস রাখি
ভেঙে গেলে নিজেকে পড়ি গভীর দুপুরে।
আস্থা রাখতে পারি না বলে ইদানীং দুঃখ পাই
চেয়ে থাকি অজানা পাখির দিকে-
সকালের রোদ পান করে আমার চুল।
কবে থেকেই ভালোবাসারেখার অনেক নিচে আছি
বুকের ভেতরে গজায় দুঃখবৃক্ষ
তবুও বেঁচে আছি বন্ধুরা
তবুও বেঁচে আছি প্রিয়তমারা
তবুও বেঁচে আছি প্রিয়জনেরা
নিজেকে অবাক করে দিয়ে
ব্যক্তিগত জানালার পাশে দাঁড়িয়ে থাকি আশায়
হাত বাড়িয়ে দিই বৃষ্টির লোভে।