মুছে যেতে যেতে জল ঝরে নির্মল
তাকিয়ে দেখি যখন জলে ছলছল
কত দূরে আছো তুমি একদার হাত
বোঁটা হতে ছিঁড়ে গেলে বেদূর বেহাত।
স্নায়ু পাখি গেয়ে উঠে অবেলার গান
খুঁজো কেনো অহরহ রূপ রস ঘ্রাণ
ভেঙে গলে ভেঙে যায় মানস বচন
পুড়ে গেলে ছাই হয় অরূপ রতন।
পাশাপাশি হাসাহাসি ছিলো একদিন
নদী রোজ বয়ে যায় বুকের গহীন
নিভে যদি যায় আলো জ্বলবে আবার
সব হাসি হাসি নয় কষ্টে একাকার।
নষ্ট আশা বুকে নিয়ে নষ্ট হই রোজ
প্রয়োজন নেই বলে নিজেই নিখোঁজ
হাটে হাটে সন্ধ্যা নামে নিবুনিবু তারা
ত্রিভুজের জ্বর তুমি লাল-নীল পরা।
কেউ কেউ বেঁচে যায় নিখুঁত অসুখে
কেউ কেউ মরে যায় নিঃসৃত শোকে
ছিলে তুমি নেই তুমি তবু তুমি আছো
ফুল ফল নিয়ে তুমি শোক-সুখে বাঁচো।