চোখ খুললেই অবারিত আলো
বন্ধ করলেই অতলান্ত অন্ধকার-
এ খেলা খেলি নিজের সাথে
এ খেলা খেলছি আজন্ম হতে।
চোখ খুললেই দেখি পরিচিত দেয়াল
জানালার পর্দা, সাবান, টুথব্রাশ, এক জোড়া স্যান্ডেল
টেবিলে সাজানো বই, টবের বাহারি ফুল।
চোখ খুললেই দেখি শূন্য মানিব্যাগ, মাকড়সার জাল
ইলেকট্রিক বাল্ব, পুরোনো ক্যালেন্ডার, পানির ফিল্টার
পরিচিত দৃশ্য, রং, নারীর মুখ, একান্ত ব্যস্ততা।
চোখ বন্ধ করতেই দেখি সংখ্যাহীন কালো ইশারা
ভুলে যাই দৃশ্য, নারীর মুখ, ড্রয়ারে রাখা নীল স্মৃতি
পলেস্তারা, নতুন শার্টের রং, কাজের চাপ, লোভ।
চোখ বন্ধ করতেই ভীষণ একা হয়ে পড়ি
নিজের কাছেই নিজে একা হয়ে পড়ি
কল্পনা থেমে যায়, আশা থেমে যায়, স্বপ্ন সাধ
সুখ বাড়ি গাড়ি ভ্রমণ নদী পাহাড় সমুদ্র
এক জীবনের সব আয়োজন ম্লান হয়ে যায়
নিজেই নিজের কাছে অপরিচিত হয়ে যাই।