আর বাজে না বাজালে আমার কষ্টের নীল গিটার
আর কাঁদে না কাঁদালে আমার ভেতরের শিশু।
নিজের জমিতে করেছি শীতে বিতৃষ্ণার চাষাবাদ
কোদালের মতো প্রতিটি প্রহরে নিজেকে কেটেছি
দেখেছি রক্তের ভেতর রয়েছে মৃত হরিণের ঘ্রাণ।
নিজেকে আড়াল করেছি বারবার নিজের বিরুদ্ধে
করেছি সংঘাত, দুই হাত ভরে এনেছি একান্ত কৃষ্ণচূড়া
বাতাসে ওড়িয়ে দিয়েছি পুরনো সব শার্ট, স্মৃতি, স্পর্শ।
আমার এই বুকে নীল সরীসৃপ হেঁটে চলে প্রতি রাতে
আতরের ঘ্রাণের মতো দুঃখ নিয়ে ভেসে বেড়ায়-
তোমার দিকে তাকিয়ে চোখের কর্নিয়া হয়েছে ধূসর
বাসের চাকা ভালোবেসে রাতের জানালা ভালোবেসে
হলুদ কাগজ ছিঁড়ে ছিঁড়ে শব্দের সাথে খেলা করে
জীবনের করুণ মঞ্চে নিজেই দিই এখন প্রেরণার ভাষণ।