ভেঙে পড়ে
রাতের স্বপ্নেরা
বিকালের ক্লান্তিরা
ভাঙনের নিখুঁত সুরে সুরে।


সময়ের
পেট ভেদ করে
বেরিয়ে আসে যন্ত্রণা
সেকেন্ডে সেকেন্ডে রংবেরঙের।


আমি
সেই প্রতীক্ষা
দাঁড়িয়ে থাকতে থাকতে
জীবনের বসন্ত গিয়েছে ফুরিয়ে।


তুমি
আরাধ্য ভুল
যেদিন ছুঁলে আমাকে
পতনের সুর বাজলো হৃদয়ে।