কতটুকু জল তুলতে পারবে তুমি সমুদ্র হতে?
কতটুকু কষ্ট,
কতটুক যন্ত্রণা
তুমি জাগাতে পারবে আমার বুকে?
রাতের রাঙামাটির মতো নীরব
এই দেহ
এই হাত
এই আঙুল
কতবার ফিরে এসেছে বিচিত্র নকশায়।
তোমার
দেহ
শীতের টমেটোর মতো
সুন্দর লাল, অথচ
চিরকাল আকাশে জেগে থাকে বিরহী নক্ষত্র।