তোমার শরীরে এসে থেমে যায় সমুদ্রের কল্লোল
আকাশের মেঘ ফিরে যায় অভিমান বুকে নিয়ে
বাতাসের গতিবেগ পাল্টে যায় তোমার সুন্দরে
গাছের ছায়া ফিরে যায় গাছের পাতায় পাতায়।


তুমি, হে অধরা, জীবন থেকে ঝরাও অবাধ তৃষ্ণা
আমি ভরে রাখি হৃদয়ের স্নিগ্ধ কলসিতে তোমায়
তুমি কোলাহল ভেঙে আমাকে দাও নির্জনতা।


তোমার শরীর, হে নমস্য, আমি এঁকেছি কামের রঙে
সাজিয়েছি নিপুণ আঙুলে আমার গোপন কানন
তুমি আসবে বলে সূর্য প্রত্যাহার করেছে সূর্যাস্ত
হৃদয়ে স্নায়ুতে আমাকে শুধু নিবিড় আশ্রয় দাও।