লাল দেয়ালে দেয়ালে লিখেছি বিবর্ণ নাম, হঠাৎ এক
পাল তোলা নৌকা দূর থেকে নিয়ে আসে নীল ওষ্ঠ
খুঁজতে খুঁজতে হারিয়ে যাই অচেনা কোনো রাস্তায়
বুঝতে চেয়েছি মেদুর জটিলতা, আলো-অন্ধকার থেকে
কষ্ট মেখে কাটিয়েছি প্রবন্ধের মতো রাত, ফুলের নরম
নষ্ট পাপড়ি আঙুলে নিয়ে ঘুরেছি মগজে মেঘে শহরে
বন্দরে বন্দরে, কখনও একা, কখনও সীমাহীন একা
ঘরে আলোহীন জানালার পাশে ছিলো অনন্ত নরক
যেখানে আমার পদচিহ্ন হতে ফুটে থোকা থোকা দুঃখ
সেখানে তোমার পদচিহ্ন হতে ফুটে অতলান্ত উল্লাস-
হাত রেখে সোল্লাসে বলি এইতো আমি চাই এখন
বেহাত হলে তখন বলি আমাকে ওড়াও সবুজ ওড়না
সাগর সেচে ফলাবো ফসল, বাঁধবো চোখের মতো এক
ঘর, অধরের নগরে মনোরম বেদনার এক ওষ্ঠের নহর।