যেদিকেই তাকাই জীবন জটিল হয়ে যায়।


একটি কুকুর ক্রমাগত দৌড়েই চলছে
পেছনে তার স্তব্ধ মহাকাল
নক্ষত্রের শেষ সীমানা হতে যে বসন্ত ফিরে এসেছেলো
ফুলেরা তাকে দিয়েছে বিদায়—
ক্রমাগত অন্ধকারে তবুও সুখে থেকো তুমি।


জীবন-সমুদ্রের দিকে চেয়ে আছি নির্নিমেষ
হরিণও চেয়ে আছে ক্রমাগত বাঁচার চেষ্টায়
যেদিকেই পা বাড়াই কেউ নাই
যেদিকেই হাত বাড়াই কেবলি ছাই—
হাঁস তার সোনালি ডিমের ব্যথায় চলে যায় জলে।


আঙুলের ফাঁকে ফাঁকে চাষ করেছি শূন্যতা
স্নায়ুর বেঞ্চে বসে ভাবছি জীবনের তুচ্ছতা,
এইখানে ছিলো হলুদ জলের মাছের ঘ্রাণ
ছিলো বৈদ্যুতিক জীবনের সব অচেনা গল্প—
যে সময় চলে যায় সে আরও কষ্ট বাড়ায়।


যেদিকেই আজ তাকাই সবাই বলে যাই
যেদিকেই হাত বাড়াই সবই বলে বাই।