আলোতে যেতে যেতে ঘনিয়ে আসে অন্ধকার
অন্ধকারে যেতে যেতে তীব্র হয় সুন্দর আঁধার
বোধের ওষ্ঠ থেকে যেসব মাছ চলে যায় মৃত বিলে
যেসব শিল্পের নিতম্ব থেকে জন্ম নেয় নৃত্যের ভ্রান্তি
আমি তাদের রং কখনও দেখিনি শস্যের শরীরে।


চাবি খুঁজতে গিয়ে থালা হওয়ার বাসনা জাগে—
খুলে যাবার প্রত্যাশা নিয়ে জেগে থাকা ফাইল
একদিন ড্রয়ার থেকে খুঁজে নেবে স্নিগ্ধ বিষণ্ণতা
যোগ ও বিয়োগের মাঝে দাঁড়িয়ে রবে ভাষাহীন।


মাটির সাথে বিচ্ছেদ রচনা করে ফিরে আসি
জলের সাথে কম্পন হয়ে এগিয়ে চলি রোজ
এগিয়ে যেতে যেতে পিছিয়ে যায় মলিন চাঁদ
পিছু ফিরতে ফিরতে বেড়ে যায় সময়ের সংকট
ঘ্রাণের ভেতরে দুর্গন্ধ জেগে থাকে দ্বর্থ্য বেদনায়।


সুখ ও দুঃখের মাঝে রোপণ করি সমত্বের বীজ
স্বপ্নের বনভূমি পেরিয়ে এইখানে প্রপাতের জলে
গোল্ডফিশের সন্ধানে কেটে যায় জীবনের দুপুর—
ইন্দ্রিয়ের পেনোপটিকন হতে কে পারে পালাতে?