জগৎ ঘুমিয়ে আছে, ঘুমাক—
আমরাও ঘুমিয়ে আছি, ঘুমাই—
ফুলেরা খুলে দিচ্ছে তাদের শরীর, ঘ্রাণ
তবুও থেমে আছে চিন্তার অর্গাজম।


গুহার ভেতরে যে অন্ধকার দেখেছি
সেখানে ছিলো কোলাহল—
শামুক মন্থর হলেও মন্থর নয়।


আমাদের রোপিত ছায়ায় নেই শান্তি
সময়ের ফলে নেই উষ্ণ তৃপ্তি
পৃথিবী যদি হয় এক অলস দুপেয়ে জীব
আমি এক ডাঁশ—
হুল ফুটিয়ে স্মরণ করাই শীতের রাত।