ক্রমশ ঘোলা হচ্ছে পৃথিবীর জল-
আমার আঙুল থেকে চুয়ে পড়া অনেক রাতে
হেঁটেছিলো যারা আলোর খুঁজে আলোহীন পথে
চিরদিন তুমিও হারিয়ে যাবে হারিয়ে যাবে গভীরে।
ব্যাঙের বুকের মতো প্রিয় মসৃণ কষ্ট নিয়ে
শিশির ভেজা চুল নিয়ে দেখেছি স্মৃতির সন্তান
মাংসের ঘ্রাণের মতো স্নায়ুর ভেতর চায় আশ্রয়,
সবুজ সংকেত পেয়ে যারা বেঁধেছিলো ঘর
তোমারও ভেঙে যাবে ভেঙে যাবে সাজানো প্রবল।
পরাজিত বিকালে ফুলের গন্ধ দিই ফিরিয়ে আমি
মুঠো মুঠো পাখির শব্দ খেলা করে ফুসফুসে,
ধ্বনির যোনি থেকে শুনতে থাকি জীবনের যৌবন
পৃথিবীর রাত গভীর হতে হতে তোমার নাভির মতো
মমতা এসে বলে জেগে থাকো তুমি খুব একা
তোমার স্বপ্ন ভেঙে যাবে ভেঙে যাবে একদিন তুমুল।