ব্যক্তিগত ব্যাধিতে ভুগছি
তুমি নেই, একা একা যেন আমি একার মতো একা
দাঁড়িয়ে আছি, ধীরে ধীরে সাঁতার কাটি কষ্টসমুদ্রে।


যেন আমাকে ভর করছে অজর অমর অব্যয় বিভ্রম
আমি স্বপ্ন দেখি- আমি কথা বলছি ঈশ্বরের সাথে
জেগে ওঠি ভয়ে ঢকঢক করে পান করি দুঃস্বপ্ন
আমার শরীর থেকে বেরিয়ে আসে সান্দ্র চুম্বন।


হাত বাড়াই হাতের লোভে শব্দহীন অনুভূতি অসাড়
বৃক্ষ থেকে ঝরে পড়ে সংখ্যাহীন আপেল আম মৃত্যু
বুকে গেঁথে আছে মাছ জালে আটকে আছে মাছ
মাকড়সার জালে আটকে আছে বিপন্ন সময়, অস্তিত্ব  
হাঁটি দৌড়াই ফের দৌড়াই আমার জীবনের দিকে।