করোটির ঠিক কোনখানে দ্বিধা থাকে জানা নেই,
কোনখানে থাকে স্বপ্ন প্রিয় মানুষ সাধ জানা নেই,
তবুও আমি বেঁচে আছি বড় বিস্ময় জাগে মনে!
প্রাগৈতিহাসিক শীত দেখতে পাই আঙুলের ভেতরে,
আরও ভেতরে যেখানে প্রচুর নীল দ্বিধা কাটে সাঁতার
হলুদ খয়েরি কমলা কালো রঙের মাছের সাথে
যেখানে আমার কঙ্কাল কালের কলে হয় বিচূর্ণ।
বাজিকরের আশায় বসে থাকি আছি মোহন সন্ধ্যায়
করতলে দিগন্তের ওষ্ঠের স্পর্শে জাগে আজও সুখ,
আমার এ হাত যাদের ছুঁয়েছিলো পরম তৃষ্ণায়
তারা আজ সুখে আছে শীতে কিংবা শ্রাবণে সবখানে।
কচি কলাপাতার মতো ক্ষত নিয়ে সুখে আছে বেশ
মানুষ সেজে বাস করা অবাক এই আশি কেজি।