ঘুরতে ঘুরতে কবেই পৌঁছে গিয়েছি দূষিত ছায়ায়-
চারিদিকের মোহের অজস্র হাত আমায় ডাকে প্রতিদিন
ঘুমের ভেতরে দেখি আমার কঙ্কাল হচ্ছে লাল।
হরিণের কথা মনে নেই আজ আর আমার
শৈশবের প্রথম অব্যর্থ সুখের কথা মনে নেই
শেষ রাতের চাঁদের মতো তার মুখও মনে নেই।
বলেছিলো একদিন জীবন বদলে যাবে কুয়াশায়
বিশ্বাসের হাতে হাতে ফুটবে স্তব্ধ শোকের গোলাপ
মানুষের চোখে পাবো খুঁজে অমলিন সুখের নীড়-
তবুও যুদ্ধের সমস্ত নিয়ম মেনেই চলছে স্নায়ু।
আঙুলের কাছে অজস্র সবুজ ঘাস বন্ধক রেখে
পেয়েছি নারীর নাভির মতো কিছু সময়ের সন্ধান-
ঐ যে দূরে হেঁটে হেঁটে চলে যায় আবার তাকায়।