ক্লান্তির পরে আসে শ্রান্তি, সমস্ত শরীরে, ধীরে ধীরে
যেমন করে এরোপ্লেন নামে কোনো এক রানওয়েতে।
বুকের ওপরে শুয়ে থাকে তখন কালের সরীসৃপ-
তেমন সময় নেই, কোথাও নেই আমার দাঁড়ানোর চিহ্ন
তবুও একান্ত আকাশে রোজ জমে সন্ধ্যার স্মৃতিমেঘ।
শহরে শহরে প্রতিদিন শুনি নতুন ঘর নিমার্ণের শব্দ
ভাঙনের শব্দ বেদনার শব্দ শুনি অবিরত ক্রমাগত।
এ জনপদে শিল্পের বসন্তে তুমি এসেছিলে এ পথে
তখন বাতাসে ছিলো নরম মাছের শরীরের ঘ্রাণ,
বিশ্বাস ভেঙে গেলে গোলাপের রঙ যায় ঝরে
যেমন ঝরে নিশির শিশির রুপোলি টিনের চালে।
সমুদ্রের স্পর্শ করোটিতে ভরে আমিও হেঁটেছি অনেক
হলুদ পাতার দুপুর স্মৃতির রাস্তায় এনেছে বিষাদ-
সব অবসাদ, সব স্বাদ, সাধ একদিন হারিয়ে যাবে
যেমন হারিয়ে গিয়েছে শৈশব আমাদের ছোট আঙুল।