কোথায় তুমি
কোন দ্রাঘিমায় বসে আছো
কোন শহরের বুক শূন্য করে
তুমি কোথায় মায়া ওড়াও
কার প্রতীক্ষায় স্টেশনে দাঁড়াও।
আঙুলে আঙুলে বাজাই
যত শোক আছে মাথায়
যত কষ্ট আছে বুকে নখে
স্তব্ধতায় তাদের ওড়াই,
কতটা দূরে গেলে ভুলে যাওয়া যায়
কতটা একা হলে মরে যাওয়া যায়।
অবহেলা ছুঁয়ে জেগে থাকি
বিষণ্ন বিকেলে চেয়ে দেখি
কোথাও নেই তোমার ধ্বনি
বধির অতীতের প্রতিধ্বনি
শুনি অতল অন্ধকারে।