একটু একটু করে বোধের ভেতরে ঢুকে যাই আমি
বসে থাকি নিজের স্নায়ুর কাছে, হাতে কষ্টের গোলাপ-
কতদিন ধরে মৃত্যুর সাথে সুখের সাথে হয় না আলাপ।
বিষধর সাপের ফণার কথা মনে হলে করি উল্লাস
বৃত্তের ভেতরে ঘুরেছি আমি ত্রিভুজের মতো, একা
কিংবা গভীরে ছিলে অনেকে, দূরে বহুদূরে তারা।
একটি হলুদ পথের কাছে ছিলো অনেক স্মৃতির ঘর
মনে নেই কোন আকাশে ছিলো অনেক রঙের ভীড়
প্রতিরাত মৃতের স্বপ্নের মাঝে করি তীব্র আন্দোলন,
বুকে রক্তের দাগ, সকালের শিশিরে মুছে যায় সব-
ধীরে ধীরে দীর্ঘ হতে থাকে আমার কষ্টের ছায়া।
কে আছে আমারে ভেতর দিনরাত করে তর্ক
এত প্রতিধ্বনি আমার ভেতরে করোটির ভেতরে
কোনো এক ছায়া যে মানুষের মতো নয় অথচ মানুষ
যারে আমি ভাবি মৃত্যু কিংবা সময়ের অন্তহীন মিছিল।