শরীরে জেগে আছে শীতের বঙ্গোপসাগর
যেন সেই নারী যার কথা আজ স্নায়ুতে হলুদ।
চেতনার দেয়াল জুড়ে অবচেতনের গোলাপ
যখন শুয়ে থাকে সাপের মতোন
তুমি এসে খুলে দাও শরীরের সুন্দর।
অতীতের পর অতীত উল্টাতে উল্টাতে
অলৌকিক বাতাসে ওড়ে যাই ক্লান্তির শীর্ষে,
কোথাও ফুলের সুঘ্রাণ নেই
আঙুলে আপেলের নরম নিয়ে থাকি বসে।
নীলক্ষেত পেরোতেই আমার পায়ে লেগে থাকে কষ্ট
কোথাও নেই আজ পরিচিত কোনো চিহ্নের কঙ্কাল  
অথচ ব্যক্তিগত এপিসেন্টার জুড়ে তুমি তুমি তুমি।