আমি মৃত্যুর কষ্ট বুঝি
আমি বুঝি মৃত্যুর যৌবন তাড়না
তার ভেতরের অন্তহীন হাহাকার
মৃত্যুকে কেউ ভালোবাসে না
কোনোদিন কোনো যুবক মৃত্যুকে বলেনি তোমায় ভালোবাসি
তোমার খোঁপায় গুঁজে দিতে চাই নাক্ষত্রিক প্রেম
মৃত্যুকে জড়িয়ে কেউ কোনোদিন চুমু খায়নি
তাই তো তার ওষ্ঠ মরুভূমির চেয়েও শুষ্ক
কেউ কোনোদিন তাকে শোনায়নি শারীরিক সঙ্গীত
তাই তো মৃত্যু জানে না কোনো প্রতীক্ষা
জানে না ফুসফুস ভর্তি স্বপ্নের ইতিহাস
মৃত্যুকে কেউ ভালোবাসে না
মৃত্যুকে কেউ ভালোবাসে না
শৈশবে নীল শাড়ি পরে সে বসেছিলো স্কুলের বেঞ্চে
আমি তখন প্রেমে ছিলাম বিশাল অনভিজ্ঞ
কৈশোরের বর্ষায় সে একদিন খুলেছিলো তার শরীর
আমি ঘৃণায় তাকে করেছি প্রত্যাখ্যান
এখন, যৌবনে, প্রতিরাতে, সে খুব কাছে আসে
প্রতিরাতে কাছে আসলে কাউকে কি আর না বলা যায়
যতোই হোক আমিও তো রক্ত মাংসের মানুষ।