আমার শান্ত জলে
হঠাৎ কিছু নারীবাদী নক্ষত্র ছুঁড়ে দিলো আলো-
মাছের লোভ সত্ত্বেও অনাহারে কাটাই দিন।


স্বমেহনের নেশা কাটিয়ে পরিণত হয়েছি সন্ত পুরুষে
উৎকৃষ্ট খাদ্য দেখলেও রুচি আসে না আর
পাখিরা ওড়তে ওড়তে আকাশ হয়ে যাও।


এই কারাগার ভেঙেছে যারা
এই পথে ছিলো না কোনো বৃক্ষ, বৃষ্টি, ফুল
সিংহকে তুমি হিংস্র বলো কেনো
যখন পৃথিবী নিজেই জীবন্ত সহিংসতার রঙ্গমঞ্চ।