ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না,
কিছুই ভালো লাগে না
এই জীবন আর ভালো লাগে না।
জলের ঘ্রাণ ভালো লাগে না
সুস্বাদু খাবার ভালো লাগে না
শীতের ঘুম ভালো লাগে না
মানুষের গল্প ভালো লাগে না।
কোনোদিন ভাবিনি জীবনটা এত সাদামাটা হবে
এতটা বিষাদের হবে
এতটা গতানুগতিক হবে
এতটা বন্ধুহীন হবে
কোনোদিন ভাবিনি কোনোদিন কোনোদিন।
চেয়েছিলাম পাহাড়ে পাহাড়ে জীবনটা খরচ করবো
শহরের পর শহর দেখে জীবনটা খরচ করবো
মানুষের জনপদে ঘুরে ঘুরে জীবনটা খরচ করবো
বনের গাছ দেখে দেখে
সমুদ্রের জল দেখে দেখে
আকাশের রং দেখে দেখে
জীবনটা খরচ করবো, ইচ্ছেমতে খরচ করবো।
কিছুই হলো না আমার
কিছুই ভালো লাগে না আর কিছুই না কিছুই না।
একে কী আর জীবন বলে
ঘরের ভেতর সকাল কাটে
ঘরের ভেতর দুপুর কাটে
ঘরের ভেতর মাস কাটে
ঘরের ভেতর বছর কাটে
আমার আর কিছুই ভালো লাগে না কিছুই না কিছুই না।