অনেক দূরে
শীতের এক গ্রামে
সারারাত জেগে জেগে
লিখছি কবিতা তোমার নামে।

অনেক দূরে
সমুদ্রের নীল ঢেউ
তোমার পায়ে একের পর এক
কদমবুসির মতো লুটিয়ে পড়ছে।

তবুও আশা জাগে
চরের মতো এই বুকে
প্রতিরাতে মশারি ভেদ করে
দৃষ্টি ও দৃশ্য নিয়ে আসে বিভ্রান্তি।

তবুও ভালোবাসি
বারবার এই আশায়
নদী ভরাট হয়ে গেলেও
মানুষ বলে এখানে নদী ছিলো।