১.
প্রতিটি সকাল হাঁটতে হাঁটতে হয়ে যায় দুপুর, তারপর রাত
তারপর তোমার মতো ভুলে যায় প্রতিটি বৈশাখ।
কেটে গেলো শৈশব, এখন যৌবনের পাতায়
খেলা করে শব্দের দেবদারু, এদিক-ওদিক তাকাই-
পরিচিত পয়সা পেলে কিনে নিই দামি কিছু স্মৃতি।
২.
হাততালি দিচ্ছে সবাই আমার অনন্ত ব্যর্থতায়
শুনতে ভালো লাগে, মাঝে মাঝে সহ্য করি মশার উৎপাত।
সংসার করে ক্লান্ত, জমিতে নেই তেমন কোনো ফসল
ভাগ্যের কাছে লিখেছি শুধু তোমার নাম।
৩.
প্রিয় কিছু বৃক্ষের সাথে করি হৃদয়ের সব আলাপ
রঙের ভেতরে দৃশ্য, মাথার ভেতরে তুমি
গিজগিজ করো সংখ্যাহীন কীটের মতো প্রতিরাত।
স্বরতন্ত্রী দুর্বল, ভালোবাসার ভাষা তাই চোখে রাখি
পাবো না জেনেও নিয়মিত পরিষ্কার করি বেদনার বাগান।