কলিং বেলটা টিপেই গেলাম দীর্ঘ জীবন, তার হৃদয়
ভরে ওঠেছে পূর্ণতায়, আমাকে চিনতে পারেনি তাই-
বেদনায় জ্বলে ওঠেছে ট্রাফিক লাইটের লাল সংকেত।
অনন্ত হলুদ সংকেত জ্বলে ওঠলো চারপাশে, যেতে হবে
তবুও অনেক দূরে যেখানে বোতল ভেসে ওঠে জলে।
শুয়ে আছি ফেলে রেখে জীবনের সমস্ত অলস যৌবন
আশা ফুরালে জীবনও ফুরিয়ে যায় জ্যামিতিক হারে-
গাণিতিক প্রত্যাশা তবুও সোডিয়াম আলোয় ভিজে
ভিজে চলে আসে বিভ্রান্ত জীবনের নিকষ গলিতে।
আমিও এই শহরের সমস্ত আলোহীন কক্ষের মতো চুপ
করে বসে থাকি গালে হাত দিয়ে, যেন ভেঙে যাওয়া
কাচের বাসনের টুকরো হয়ে ছড়িয়ে গিয়েছি পৃথিবীতে-
যদি জ্বলে ওঠে জীবনের মোড়ে আবার সবুজ আলো।