পৃথিবীর সব পাতা ঝরে
ধীরে ধীরে
ঘুরে ঘুরে
এই পথে
যখন আমি শুয়ে থাকি বিষুবরেখায়।
নাগরিক যন্ত্রণা নিয়ে ছুটে চলি
এখানে-সেখানে
পলিথিনের ঘ্রাণ লেগে থাকে পায়ে
মুছে যায় আহ্নিক গতির স্মৃতি।
অলৌকিক হ্যালুসিনেশানে দেখি তারে
সেই পুরোনো প্লাটফর্মে
অনেক গল্প সময়ের বিবর্তনে
কাক হয়ে ওড়ে আকাশে আকাশে।
কারাগারের দেয়াল ছুঁয়ে আসা আলো
টিকটিকির মতো নেমে আসে
আমার শরীরে,
সমুদ্রের জল ক্লান্ত হলে
চোখে নেমে আসে অবসাদ
তবুও দৃষ্টি রাখি দৃশ্যে
নিরুপায় হয়ে।