এমন করে নদীগুলো শুকালে আমি বাঁচবো কীভাবে,
এমন করে বৃক্ষগুলো কাটলে নিঃশ্বাস নিবো কীভাবে?
কীভাবে কবিতা লিখবো যদি ধ্বংস করা হয় অরণ্য,
কীভাবে আঁকবো ছবি যদি প্রনষ্ট করা হয় প্রিয় নিসর্গ?
এমন করে বিলুপ্ত হলে প্রাণী কীভাবে বাঁচবো আমরা
এমন করে দূষিত হলে জল কীভাবে মেটাবো তৃষ্ণা,
কীভাবে গাবো গান যদি পাখি হারায় তার আবাস
কীভাবে পাবো প্রাণ যদি বাতাস হারায় তার শুদ্ধতা?
এমন করে গ্রামগুলো হারালে আমি কোথায় যাবো
এমন করে ঐতিহ্যগুলো হারালে আমি কোথায় যাবো?
কোথায় পাবো আমি বাংলার আকাশের শ্রাবণের বৃষ্টি
কোথায় পাবো আমি বৈশাখের চেতনার কৃষ্ণচূড়া?
কোথায় যাবো যদি ধ্বংস হয় বাংলার সব প্রপাত
কোথায় যাবো যদি মানুষের লোভ ভর করে এখানে
আমার চোখের নিচে কবিতার প্রতিটি নরম শব্দে?
আমার কলমে তখন আসবে না কোনো উদ্যত কবিতা
আমার দুচোখে আসবে না তখন কোনো হলুদ স্বপ্ন,
আমার বুকে বাজবে না কোনো শ্যামল নারীর মুখ
আমার পুকুরে ভাসবে না কোনো প্রিয় মাছের ঝাঁক।
আমি তখন বাঁচবো কীভাবে, কী নিয়ে প্রিয় স্বদেশ?